তেতুল কাঠের ঘানি ভাঙা সরিষার তেল ঐতিহ্যবাহী পদ্ধতিতে প্রস্তুত করা সরিষার তেল।এতে ব্যবহার করা হয় তেতুল কাঠের ঘানি, যা বিশেষভাবে তৈরী হয়ে থাকে তেল বের করার জন্য।আগের দিনে রাজা বাদশাহ এই তেল ব্যাবহার করতো কিন্তু “ত্ববিবি ফুড” রাজা বাদশাহের খাবা্য সহজলভ্য করে দিয়েছে।তেলের যত ধরনের পুষ্টি আছে সবই অক্ষুন্ন থাকে এই ঘানি ভাঙ্গা সরিষা তেলে।এ প্রক্রিয়ায় কোন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না, তাই তেলটি সম্পূর্ণ প্রাকৃতিক ও খাঁটি থাকে।তেলের পুষ্টি উপাদান অনেকটাই অক্ষরিত থাকে। এতে ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।